আমার সারাদিন (মেয়ে)
আব্দুল্লাহ ও আমাতুল্লাহ দুজন ভাইবোন। একজনের বয়স আট, অন্যজনের বয়স সাত। ওরা দুজন সারাদিন কী কী করে সেই গল্পই শুনব আমরা।
ওরা অন্যদের মতো নয়। অযথা রাত জাগে না। মোবাইলে কার্টুন দেখে না। আজগুবি গল্পের বই পড়ে না। সকালে উঠেই অন্যদের মতো নাকমুখ গুঁজে পড়তে বসে না। এখনো ওদের পিঠে চেপে বসেনি ভারী স্কুলব্যাগ।
(0) Rated Products